Amarendra sen

কবিতা - নিবারণ বেলা গেলো

লেখক: Amarendra sen

বেলা গেলো নিবারণ,বেলা গেলো
তোমার চোখের সামনে রবি এসে ডুবে গেলো,
তুমি দেখলেনা,বেলা গেলো –
চলে গেলো, চেনা পথ দিয়ে –
তুমি বুঝতে চিনতে চেয়েছিলে কি?
কেন বেলা গেলো? তুমি জিজ্ঞাসা করেছো কি ?
তুমি কি নিজেকে প্রশ্নকরো, কেন বেলা যায় ?
প্রিতিদিনের সেই সকালে উঠে দিনের কাজের শেষে
রাতের আধার এলে আবার ফিরে যাওয়া ঘুমের দেশে ;
তুমি কি জানো পাশের বাগানে-
প্রতিদিন ফুল ফোটে আবার ঝরে যায় ,
তুমি গন্ধ শোকার চেষ্টা করেছিলে কি-
কোনোদিন কোনো এক সুন্দর সন্ধ্যায় ?
আবার বলছি নিবারণ বেলা যায-
শুধু তোমার জন্যেই বেলা যায় ;
বাকি সবাইতো সেই একই পথে চলে যায় ,
দেখো তোমার শরীরের কোষগুলি
প্রতিটি মুহূর্তে বদলে যাচ্ছে ভেঙে গড়ে,
রক্ত মাংস হাড়কে সমগ্র ব্যবস্থা বদলে দিচ্ছে ,
আর তার জন্যে ভালো মন্দ দিয়ে –
এক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে–
ঠিক তাই হচ্ছে পৃথিবীর মধ্যেও
জৈব অজৈব মৌলিক যৌগিক অনু পরমাণু –
প্রতি মুহূর্তে অন্তর বাহিরের ঘাত প্রতিঘাতে,
প্রতিক্রিয়াতে, বদলে গিয়ে যাচ্ছে এক পরিণতির দিকে—
এই জগতের সব তো অন্তর বাহিরের সাঘাতেই
পরিণতির দিকে যায় ;
তোমার পরিণতি তো মৃত্যু —
সত্যি কি তাই -তাও কিন্তু নয় –
যদি আমি বিশ্বাস করি আমার মৃত্যু আছে
তাহলে তো আমি ফাঁসির সাজার আসামির মতো
জীবস্মৃত হয়ে বেঁচে থাকতাম —
নিবারণ তুমি কোনদিন বিশ্বাস কর,
তুমি একদিন সত্যি মরে যাবো ?
আমার বিশ্বাস হয় না – কারণ –
প্রিতিদিনের সেই সকালে উঠে দিনের কাজের শেষে,
রাতের আধার এলে আবার ফিরে যাও ঘুমের দেশে;
তাই বেলা যায়, বেলা যাবে-
প্রশ্ন আসবে কেনো, কি ভাবে ?
শহরে গ্রামে যে যেখানেই নিবারণ আছে-
ভাতের টানে কেনো না কোনো কাজ বাছে,
বাঁচতে হবে যেভাবেই হোক বাঁচবো,
দু মুঠো অন্ন সত্যি যেন স্বগের অমৃত
বাঁচিয়ে রাখে শরীরটাকে হোকনা মনটা মৃত-
নিবারণ আজও গেলো দেখলেতো-
সূর্য ডুবলো ঠিক প্রতি দিনের মতো —

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন