জড়বুদ্ধিসম্পন্ন একটি বাচ্চা এসেছে বিয়েবাড়িতে
কথা বলছে না, গ্রিট করছে না
আদিম মানুষের মতো
পাহাড় সমুদ্র পেরোনো দৃষ্টি নিয়ে
দূর কোনো এক মায়া সভ্যতার দিকে তাকিয়ে রয়েছে
চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে
আমরা তাকে বসার জায়গা করে দিচ্ছি
গেলাস ভরে এগিয়ে দিচ্ছি জল
ভূর্জপত্রে সাজিয়ে দিচ্ছি অন্ন
জড়বুদ্ধিসম্পন্ন একটি বাচ্চা, আদিম মানুষ,
এসেছে বিয়েবাড়িতে
আমাদের ভুলে যাওয়া সাম্যবাদ
প্র্যাকটিস করাতে…
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন