গাছের ছায়ার নীচে বসে থাকেন পথিক।
উঁচু বাড়ির দেওয়ালের ছায়ায় দুপুরের ঘুমটুকু
সেরে নেন শ্রমিক।
ঘামতে ঘামতে যে-দোকানের তিনি খদ্দের নন
বাজারে, সেই দোকানেরও কারশেডের ছায়ায়
দু’দন্ড দাঁড়িয়ে নেন ক্রেতা।
#
নানারকমের ছায়ার নীচে বসে, দাঁড়িয়ে, শুয়ে
কিছুতেই আশ মেটে না মানুষের
#
সে চায় মানুষের ছায়ার নীচে আশ্রয়।

১৬
মন্তব্য করতে ক্লিক করুন