অংশুমান কর

কবিতা - দূরত্ব

অংশুমান কর

আমি কলকাতা শহরে আর তুমি কয়েকশো কিলোমিটার দূরে। বঙ্গদেশে।
রোজ দেখা হয় না। কথা হয়। চড়াই পাখি মারতে মারতে এক মোবাইল থেকে আর-
এক মোবাইলে ছুটে যায় তরঙ্গ, আমাদের ভালোবাসা। দেখা হয় না, কথা হয়। তবু
মনে হয় যেন ছুঁয়ে আছি। মনে হয় পাশে বসে আছ। লিখি না ‘মিসিং ইউ’। কিন্তু যখন
কলকাতা শহর ছেড়ে, বঙ্গদেশ ছেড়ে, প্লেন আমাকে নামিয়ে দেয় অন্য ভারতবর্ষে,
লিখি ‘মিসিং ইউ’, লিখি ‘মন খারাপ’। মনে হয় কত দূরেই না রয়েছি, এসেছি বিদেশে।
যদিও, দেশে ফিরলেও, জানি, এখনকার মতোই, শুধু কথাই হবে, দেখা হবে না।

হায়, আমার এখনও চল্লিশ হয়নি, এখনই কেন আমি জেনে গেলাম এই নির্মম সত্য?
বলো, স্লেটে কে লিখে রেখেছে : দূরত্ব মানসিক?

পরে পড়বো
৫১
মন্তব্য করতে ক্লিক করুন