আমি লোকটা খুব একটা সুবিধের নই
সেটা আর কেউ না জানুক, আমি জানি
আমি জানি কাকে কাকে অভিশাপ দিয়েছি, আর
তছনছ করে দিয়েছি কোন কোন সম্পর্ক
তিপান্নজন তরুণ কবির কবিতা দলা পাকিয়ে
আগুনের মধ্যে ছুড়ে দিয়েছিলাম একদিন
আমি জানি
আমি লোকটা খুব একটা সুবিধের নই
সারাদিন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এই শব্দঃ
ক্ষতি ক্ষতি ক্ষতি
ঈর্ষা ঈর্ষা ঈর্ষা
কিন্তু
সাদা পাতার ওপর আমি কখনও
লিখতে পারিনি ‘ধ্বংস’
শুধু লিখেছিঃ পাহাড়, তুমি আরও গম্ভীর ও সুন্দর হয়ে ওঠো
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন