অংশুমান কর

কবিতা - কণিষ্ক

অংশুমান কর

ঘোড়াদের চিৎকার আর আমি তাকিয়ে থাকতে পারছি না সোজাভাবে। হাত তুলে
দেখলাম—না, ঠিক আছে; এখনও কাঁধের ওপর মুণ্ডু, যেমন থাকা উচিত। হাত আর
পায়ের ভেতর শিরশির করে ঢুকে যাচ্ছে ত্রিপিটকের সূত্রগুলো। তাহলে কেন আমি
যাতে কিছুতেই মাটি না পায় ওরা সেই চেষ্টা করেছি এতদিন? মহামান্য সম্রাটের মতো
দাপিয়ে বেড়ানো যেত এই পৃথিবীর ওপর, কিন্তু তার কোনো সম্ভাবনা এই সেদিন
পর্যন্ত দেখিনি। আমি কোনোভাবেই অপরাধী নই। আমি নিজের শার্ট প্যান্ট আর
অঙ্কখাতার ময়লা যাতে দূর হয় সেই চেষ্টা করেছি মাত্র তাহলে স্থির গাছের
মতো দাঁড়িয়ে থাকা লাল পাথর বলো কেন আমার মাথা নেই মাথা নেই মনে হচ্ছে বারবার

পরে পড়বো
৫৩
মন্তব্য করতে ক্লিক করুন