অংশুমান কর

কবিতা - মাঝারি মাপের মানুষের কবিতা

অংশুমান কর

ওভারব্রিজের ওপর
একটু দাঁড়ালেই
ভয় করে।
মনে হয়–পড়ে যাব
ট্রেন যায়, দ্রুত যায়
ব্রিজ
নড়ে ওঠে।
আমি ভাবি –পড়ে যাব
তুমি ভাবো –পড়ে যাব
অল্প একটু উঁচুতে উঠলেই
মনে হয়
এই বুঝি পড়ে যাব নীচে!

পরে পড়বো
৬৩
মন্তব্য করতে ক্লিক করুন