আমাকে যদি কঠিন কোনো বাঁকের মুখে তুমি
একলা ফেলে যাও
ভাবব যাক
জিতে গেলাম শেষ যুদ্ধটাও
পাথর আরও পাথর আরও পাথর মোড়া
তোমার কুঠুরিতে
নির্বাসনে থাকতে যদি হয়
তাতেই আর কীই-বা আসে যায়?
শুধু তোমার দেহে গহীন গ্রামে
প্লিজ কখনো ডেকো না আমায়
আমার বড়ো সারল্যকে ভয়!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন