কবিতা - শিল্প অংশুমান কর অন্যান্য কবিতা কেউ দেখছে না মাঠের প্রান্তে রাখাল বালক না হন্তদন্ত কলেজ ছাত্র না জানলার ফাঁক দিয়ে মুখ বের করে রাখা অভিমানী নারীটিও না, কেউ দেখছে না, জেনেও মধ্যদিনে জল ঝরে পড়ছে বেগুনিরঙা জারুল ফুল। একা একাই পুকুরকে সাজাচ্ছে ♥ ০ পরে পড়বো ৬৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন