কে কখন সকাল দেখবে কেউ জানে না। ছ’মাস পরে পরে সকাল দেখতেন কুম্ভকর্ণ। আচ্ছা, জেলে থাকার সময় নেলসন ম্যান্ডেলা ঠিক কতবার সকাল দেখেছিলেন? সূর্যকে তো উঠতে দেখছ প্রায় রোজ কিন্তু বলো তো তুমিই বা কতদিন দেখেছ সকাল? মরীচিকাকে নিয়ে এত না-ভেবে মানুষের উচিত ছিল সকালকে নিয়ে ভাবা কারণ সকালও প্রতারক। আমেরিকাগামী প্লেনে যখন তোমাকে কন্টিনেন্টাল প্রাতরাশ দেওয়া হল তখন তুমি তো জানো যে, তোমার দেশে হুংকার দিচ্ছে অন্ধকার। আবার আট বছর আগে একদিন রাত্রি নটায় অভুক্ত পথশিশুকে যখন তুমি কিনে দিয়েছিলে একটা গোল পাঁউরুটি তখনই সে ভেঙেছিল উপবাস, শুরু হয়েছিল তার সকাল। তবে সকালের গল্প শেষ হবে না আমাদের ছোটপিসিকে ছাড়া। পারেও বটে ছোটপিসি। পঁয়তাল্লিশ বছর আগে নিরঞ্জনকাকু একটা সকাল আনবে বলে গ্রাম ছেড়েছিল আর মোরগের ডাক শুনবে বলে ছোটপিসি আজও অপেক্ষায় আছে।

১৮
মন্তব্য করতে ক্লিক করুন