ওরে হনুমানের দল !
যাসনে কেন লম্ফ দিয়ে যেখানে ইষ্ফল
যা লড়াই করে খা
বলুক লোকে, সাবাস বটে মহাবীরের ছা।
আমার বাগান ধ্বংস করে তোদের কিষ্ফল,
ওরে হনুমানের দল !
ওরে হনুমানের দল !
অনুমান তো হয় না তোদের আছে বাহুর বল
যা, বড়াই করে খা
হল্লা শুনে হাসুক লোকে, হা হা হা হা হা!
লম্ফ দিতে জানিস্ শুধু লাঙ্গুল সন্বল।
ওরে হনুমানের দল!

মন্তব্য করতে ক্লিক করুন