অন্নদাশঙ্কর রায়

সকলের কাজ আছে জগতে
আছে কাজ পোকা আর মাকড়ের
গাছপালা লতা আর পাতাদের
কাজ আছে শিকড়ের বাকড়ের।

প্রাক্রটির সংসারে কোথাও
কেউ কি দেখেছে কোনো বেকারি
আর কোনো প্রাণীদের নয় তা
বেকারিটা মানুষের একারী।

কত শত কাজ আছে করবার
কত শত কর্মীর জন্য
কর্ম না করে কেও খাবে না
অপরের অর্জিত অন্ন ।

তোমরা নতুন যারা এসেছ
তোমার করবে এর প্রতিকার
অকর্মা যেন কেউ না থাকে
কর্মেতে সকলেরি অধিকার।

এটাও মানতে হবে সবাকে
কর্মের সাথে আছে ঘর্ম
শ্রম থেকে নাই কারো নিঃস্বতার
শ্রম জীবজগতের ধর্ম।

১১১
মন্তব্য করতে ক্লিক করুন