অন্নদাশঙ্কর রায়

খেলোয়াড়, তুমি মনে রেখো এই কথা

সব খেলাতেই জিৎ আছে আর হার আছে

হার যদি হয় সেটাও খেলার অঙ্গ

হর যাতে নেই তেমন খেলা কি আর আছে?

জীবনের খেলা সেখানেও এই রঙ্গ

জীবনের মাঠে জয় আছে পরাজয় আছে

জয় পরাজয় জীবনের দুই অঙ্গ

বেঁচে যদি থাকো পরে একদিন জয় আছে।

৫৫
মন্তব্য করতে ক্লিক করুন