অন্নদাশঙ্কর রায়

কবিতা - ক্রোধে ক্ষোভে দুশ্চিন্তায়

অন্নদাশঙ্কর রায়

ক্রোধে ক্ষোভে দুশ্চিন্তায় বিষায়িত প্রাণ

তবু প্রাণ ভরে বাজে অমৃতের গান।

দুটি কর জোড় করি আকাশে প্রণমি ।

ধন্য এ জগৎ, ধন্য হয়েছি জনমি।

কত যে ক্রুরতা এর, কত কুটিলতা

তবু এ আমার দেশ, আমার দেবতা ।

হৃদয়ে জ্বলিতে থাক্‌ বহ্নি অনির্বাণ

সেই সন্ধ্যাদীপ লয়ে গাই স্তবগান ৷

আমি আছি-এই মম সর্ব্বশ্রেষ্ঠ সুখ

আমারে সকল শোকে সম্পূর্ণ রাখুক ।

যে শত সৌভাগ্য পেনু কিছু ভুলিব না

সেই ঋণ নিশিদিন হানুক বেদন।

ধাবমান কাল স্রোত যে ঘাটেই নিক্‌

আত্মবিস্মৃতির কূপে রবো না ক্ষণিক।

সকল তুচ্ছতা মাঝে আপন উচ্চতা

স্মরণ করিয়া মোর লজ্জা পাক্ ব্যথা ॥

পরে পড়বো
১১১
মন্তব্য করতে ক্লিক করুন