অন্নদাশঙ্কর রায়

এক যে ছিল মানুষ

নিত্য ওড়ায় ফানুষ ।

অবশেষে এক দিন

ব্যাপার হলে সঙ্গীন-

ফানুষ ওড়ায় মানুষ॥

এক যে ছিল অসুর

রাবণ তার শ্বশুর।

দু বেলা তার বাবার

সামান্য জলখাবার

তিরিশ হাজার পশু।।

একটি মেয়ে ছিল তার নাম মিনু

তার এক ভাই ছিল তার নাম চিনু।

আর তার পুতুল

তার নাম তুতুল

গুনে দেখ-এক, দুই তিনু।।

৫৬
মন্তব্য করতে ক্লিক করুন