ছোটলোক ছোট জাত যারা মুখে আনে
ছোটলোক ছোট জাত তারা নিজেরাই
মুখে না বলুক যারা মনে মনে ভাবে
পরকে যা ভাবে তারা নিজেরাই তাই।
ধরায় আসে না কেউ ছোট-বড় হয়ে
যাবার বেলায় কেউ নয় ছোট-বড়
জীবন অমৃতময় বিধাতার বরে
দু’দিনের তরে এসে কেন বিষে ভরো।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন