কবিতা - মহাজন অন্নদাশঙ্কর রায় বিবিধ কবিতা মহাজন সুদ যদি পায় আসল না চায়। বুঝে দেখ, আছে কোন জন নয় মহাজন ? বই লিখি পড়বে সকলে। কেউ যদি বলে, (না পড়েই ) মহা সাহিত্যিক আমি ভাবি, ঠিক! আর তুমি, হে সমালোচক, তোমার কী শখ? লেখকেরা যেন ঘিরে থাকে দাদা বলে ডাকে। ♥ ০ পরে পড়বো ২২৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন