অন্যমনে থাকি আর বসন্তের দিন
কখন জাগিয়া উঠে বৈতালিক গানে
কখন সদলে ধায় নীলাকাশ স্নানে
সিংহাসনে আসি হয় কখন আসীন
মধ্যাহ্নের মদির বিজনে তন্দ্রাধীন
ছায়া চন্দ্রাতপ তলে ক্ষণ সুপ্তি মানে ।
কখন উঠিয়া চলে সন্ধ্যার সন্ধ্যানে
পশ্চিমে ঢলিয়া পড়ে প্রিয় বাহুলীন ।
অন্যমনে থাকি তবু মনের আড়ালে
কাকলী জমিছে আসি বিহগ সবার
যেথা যত ফুল ফোটে বিহানে বৈকালে
সকলের বাস জমে নাসায় আমার ।
এবারের মতো বিশ্বে বসন্ত ফুরালে
মোর চিত্তে রবে তার আনন্দ সম্ভার।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন