সম্মুখে সমর হেরি বীরচূড়ামণি
“বীরবাহু চলি” যবে গেলা বীরভূমে
স-মাল সপরিবার রেলপথ দিয়া
সখেদে কহিলা, “সখে, এ কী কথা আজ
ইংরাজের মুখে ! দগ্ধ মৃত্তিকার নীতি
রুশাচার হতে পারে, দেশাচার নহে।
বোমা পড়ি যায় যাবে বাড়ীখানা। নাড়ি
ছাড়ি যাবে যাক । কিন্তু কলিয়ারী মম
পোড়াইলে কী খাইব ! মিল কারখান৷
যদি ধ্বংস করি যায় ইংরাজ আপনি
তবে মোর শেয়ারের মূল্য কী, বলহ!”
ভনিলাম, “বিজেতার হস্তে পড়িবার
সম্ভাবনা ঘটিলেই পুড়িয়া মরিত
রাজপুত সতী । এ কি নহে দেশাচার?
কলিয়ারী কারখানা ইহারা কি নহে
পতিব্রতা ইংরাজের?” শুনি বীরবাহু
বাহুদ্বয় উর্ধ্বে তুলি স্মরিলা ঈশ্বর ।
ট্রেন ছেড়ে দিল । সূর্য গেল অস্তাচলে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন