একদা দুরাকাঙ্খা ছিল সহজে নাম করা
নাম তো হলো সহজে, ভালো বিপদে গেল পড়া ।
সকালে যদি রিভিউ লিখি বিকালে লিখি কাব্য
কখন কথা কইব তবে? কখন তবে ভাবব?
তাইরে নাইরে নাইরে না-
কখন তবে নাইব এবং খাব!
দুপুরে যদি পত্র লিখি নিশীথে নিবন্ধ
কখন ভালোবাসব তবে? করব কখন দ্বন্দ্ব?
তাইরে নাইরে নাইরে না-
কখন তবে শোব, স্বপ্ন দেখব!
এ বেলা যদি কাহিনী লিখি ও বেলা লিখি ভাষণ
কখন তবে খেলব, বল? করব কখন শাসন ?
তাইরে নাইরে নাইরে না-
কখন তবে নাচব এবং বাঁচব!

মন্তব্য করতে ক্লিক করুন