কবিতা - ব্যোমকেশ বক্সী

লেখক: অন্তর ঘোষ

সত্যান্বেষী তুমি, সত্যের পথিক,
অপরাধের জালে খুঁজো ন্যায়ের ঐক।
বুদ্ধির জালে তুমি বুনো রহস্যের মায়া,
মিথ্যের মুখোশ ভেদে আনে সত্যের ছায়া।

অজিতের সঙ্গী, জীবন সাথী সত্যবতী,
তোমার কাহিনিতে মিশে ন্যায়ের জ্যোতি।
কলকাতার গলি, গ্রাম কিংবা শহর,
তোমার উপস্থিতি ভয় ভাঙায় দুর্বর।

শজারুর কাঁটায় কিংবা চিড়িয়াখানায়,
রহস্যের চাবি তুমি খুঁজো নিরুপায়।
তোমার যুক্তি আর তীক্ষ্ণ দৃষ্টি,
অপরাধীদের করে তুলে শঙ্কিত-বিস্মিত।

ব্যোমকেশ, তুমি বাংলার অহংকার,
সত্যান্বেষণে জ্বলছ চির উজ্জ্বল তারা।
তোমার নামেই রহস্যে জাগে প্রাণ,
তুমি চিরকাল থাকবে বাঙালির গান।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন