কবিতা - বাংলাদেশের গ্রাম

লেখক: অন্তর ঘোষ

সবুজের মাঝে গাঁয়ের ছায়া, শান্তি মাখা ধুলো,
মাঠে মাঠে ধান চাষিদের স্বপ্ন রঙিন তুলো।
কোকিল গায় মধুর সুরে, আমের ডালে দোলা,
হাওয়ায় ভাসে সর্ষে ফুলের ঘ্রাণের স্নিগ্ধ মেলা।

পথের ধারে তালগাছগুলো মাথা তুলে দাঁড়ায়,
মেঠোপথে কিষাণ-কিষাণী গুনগুনিয়ে হাঁড়ে।
পুকুর ঘাটে নারীরা জল তোলে কলস ভরে,
জীবনের গানে সুর মেশে, সময় যেন থমকে পড়ে।

ভাটিয়ালি সুরে মাঝি গায়, নদী করে গান,
তালের তালে ঢেউ বয়ে যায়, মন হয় উদাসান।
চরের মাঠে রাখাল ছেলের বাঁশির সুরে মুগ্ধ,
শিশির ভেজা ঘাসের ডালে রোদ এসে দেয় চুম্বন।

গরুর গাড়ির চাকা ঘুরে ধুলোমাখা পথে,
বটগাছের ছায়ায় যেন গল্প জমে নাতে।
জোনাকি জ্বলে রাতের বেলা, নীরবতা ভাঙে,
গ্রামের মানুষ আপন ভুবন ছোট সুখেই রাঙে।

আষাঢ়ের মেঘ দেখে দূর থেকে মাঠে নামে বৃষ্টি,
কাদামাখা পথও যেন লাগে সোনার দৃষ্টি।
নবান্নের উৎসবে সবার মুখে হাসির মেলা,
তিলের খাজা, পিঠে-পুলিতে মিলে সুখের ভেলা।

গ্রামের এই মায়াবী রূপে মন মজে সবার,
বাংলার গ্রাম জীবনের গল্প, শত রঙের ঘর।
সুখ-দুঃখে জড়িয়ে থাকে এ যেন এক পরিবার,
বাংলাদেশের গ্রাম হৃদয়ে রাখে স্নেহ অবার।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন