কবিতা - মুখে মধু অন্তরে বিষ

লেখক: অন্তর ঘোষ

কিছু মানুষের স্বভাব বড় অদ্ভুত,
তাদের মুখে মধু, অন্তরে বিষের সূত্র।
একজনের কথা আরেক জনে লাগায়,
বিশ্বাসের বাঁধন দিনে দিনে কেটে যায়।

তারা হাসিমুখে বলে মিষ্টি কথার ঢেউ,
অন্তর ভরা গোপন বিষ, কে জানে তা কেউ।
মুখে দয়ার বারতা, পেছনে ছুরি চালায়,
বন্ধুত্বের ছদ্মবেশে শত্রুতার হাত বাড়ায়।

বিশ্বাসের খেলায় তারা অতি চতুর,
কুটিল তাদের মন, ছলনায় অপুর।
পথে পথে তারা ফাঁদ পাতে অবিরাম,
বিশ্বাসে ফাটল তোলে, ছড়িয়ে দেয় অপবাদ।

মানুষের সামনে দীন ভক্তের বেশ,
পেছনে চালায় চক্রান্ত, নেই কোনো শেষ।
ভালোবাসার মুখোশ পরে, করে বিষাক্ত খেলা,
তাদের এ মিথ্যার রাজ্যে কেউ নেই মেলা।

কিন্তু একদিন সময়ের চাকা ঘোরে,
মিথ্যার ফসলেই তাদের জীবন থমকে পড়ে।
বিপদ যখন আসে তাদের দরজায়,
সেই সময় কেউ পাশে দাঁড়ায় না তায়।

তারা খোঁজে আশ্রয়, পায় না কোনো ঠিকানা,
যার ক্ষতি করেছে, সবাই থাকে দূর সীমানা।
বিশ্বাস ভাঙা যাদের কাজ, কে দেবে তাদের হাত?
বিপদে কাঁদলেও মেলে না কোনো সান্ত্বনার রাত।

তাই বলি, থাকো সৎ, মিথ্যার পথে না চলো,
বিশ্বাস ভাঙার ফল কখনো সুখের না বলো।
মিষ্টি কথা বলো যদি অন্তরেও থাকো সোজা,
তবেই জীবন হবে সুখময়, মিলবে শান্তি সবখানে।

মুখে মধু, অন্তরে বিষ—এ পথ নয় ঠিক,
যে চলে সৎপথে, জীবন তার হয়ে ওঠে দীপ্ত।
ভালোবাসার হাত বাড়াও, সবার বিশ্বাস পেতে,
বিপদেও পাশে পাবে সবাই, কখনোই হারাবে না ভেবে।

১০৫
মন্তব্য করতে ক্লিক করুন