ভালবাসি বলে অভিমান করার সুযোগ পাও,
আজ ভালবাসি বলে
পাহাড়ের চূড়া বেয়ে ঝরণা বয়ে যাওয়ার সুযোগ পায়,
ভালবাসি বলে মেঘ আবার বৃস্টি হয়ে পতন হওয়ার সুযোগ পায়।
আমি ভালবাসি তোমায়।
এজন্য যুদ্ধ করার সাহস পায় সৈন্যরা।
ওগো আমি তোমায় খুব ভালবাসি বলেই তো ওই দেখো তিমির রাতে নক্ষত্র ওঠে,
পূর্নিমা রাতে জোসনা দেয় বিধু
আর মেদিনী কে আলোকিত করে দিবাকর
ভালবাসি বলে মায়ের কোলে শিশু ডাকে,
ভালবাসব বলেই হয়ত বাংলাদেশ স্বাধীন হয়েছে।
আমি ভালবাসি ভালবাসি ভালবাসি।
তাই,সকল অপরাধ ঘুচিয়ে নেই তোমার শ্রীপদে।
আমার এই সত্য ভালবাসা আছে বলেই তো,কন্যা সন্তান প্রসব করে মা!
বসন্তের কোকিল কি এমনি ডাকে?
নাকি আমি ভালবাসি বলে।
আমি গভীর ভালবাসি তোমায় এজন্য বর্ণ গুলো হয় শব্দ আর শব্দ গুলো বাক্য!
আমার এই ভালবাসা না থাকলে পাখি আকাশে উড়ত না,গাছ স্তব্ধ দাঁড়িয়ে থাকত না,শিশিরজল ফোটায় ফোটায় শ্যাওলার উপর পড়তো না।
আমি ভালবাসি বলেইতো তুমিও আমায় ভালবাসো,
আর তোমার ভালবাসা আছে বলেই আমি কবিতা লেখার প্রেরণা পাই
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন