কবিতা - বসন্তের রঙ

লেখক: অন্তর ঘোষ

বসন্ত এলে গাছে গাছে,
নতুন পাতার হাসি নাচে।
শিমুল-পলাশ আগুন রাঙা,
ফাগুন হাওয়ায় বাজে বীণা।

কোকিল গায় মধুর সুরে,
মাধবী ঝরায় গন্ধ ভোরে।
মনে জাগে প্রেমের ভাষা,
ফুলে ফুলে রঙের ছোঁয়া।

বনফুল হাসে দোল খেয়ে,
ভ্রমর আসে মধু পেয়ে।
বাতাস ভাসে সুবাস মাখা,
পাখির গানে স্বপ্ন আঁকা।

ধূলির পথেও রঙের ঢেউ,
হৃদয় জুড়ে আনন্দ বয়ে।
কিশোর-কিশোরী হাসে মোহে,
প্রেমের ছোঁয়া লাগে চোখে।

বসন্ত মানে নতুন আশা,
ভালোবাসার মধুর ভাষা।
সুখের রঙে সাজুক ধরনী,
স্নিগ্ধ হোক হৃদয় রশ্মি।

আয় বসন্ত, থাকো চিরকাল,
রঙে ভরুক সুখের ভুবাল।
ফাগুন হাওয়ায় বাজুক গান,
ভালোবাসায় জুড়াক প্রাণ!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৯৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন