চোরের খনি!
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

ধরতে হবে বাংলা থেকে
সকল আবেদ আলী,
করতে হবে ঘাপটি মারা
রাঘববোয়াল খালী।

আনতে হবে নতুন করে
নতুনত্বের বান,
ফিরবে তাতেই বাংলা মায়ের
স্বাধীনতার প্রাণ।

চুনোপুঁটি ধরলে শুধু
রাঘববোয়ল ছেড়ে,
মুক্তিকামী সেই জনতা
আসবে আবার তেড়ে।

পাপের শেকড় উপড়ে ফেলেই
মুছতে হবে ক্ষত,
আর যেন না জন্ম নেবে
আবেদ আলী’র মত।

আবেদ আলী’র দোষ দেবো কী?
শিখছে উপর থেকে,
ফাইলে বন্দী আদর্শ আজ
চমকাতে হয় দেখে।

” বঙ্গবন্ধুর অমর বাণী ”
পেলাম চোরের খনি!
স্বাধীন করে পেলাম না-তো
হীরে, মুক্তা, মনি!

আঙ্গুল ফুলেই হয় কলাগাছ
রাজনীতিতে এলে,
কার কথাখান বলবো কাকে
সেও-তো ঘরের ছেলে।

শোধরাতে না পারলে নিজে
তাকেই বলবো কী?
কৌটা মোড়ক ভিন্ন হলেও
জাত তো সবার ঘি।

২৩৯
মন্তব্য করতে ক্লিক করুন