তোমার কর্মফলে…!
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

স্বর্গ-নরক সব-ই হবে,
তোমার কর্মফলে…!
গাড়ি-বাড়ি অট্টালিকা,
রেখেই যাবে চলে।

পারবে না ভাই কাফন ছাড়া,
কিছুই অন্য নিতে।
কিসের এত অহংকারে
চলছো মুক্ত ফ্রি-তে।

তাকিয়ে দেখো প্রবীণ যারা,
আজকে কবরবাসী,।
কেউ পারেনি সঙ্গে নিতে,
বিন্দু অর্থরাশি।

তাইতো খোদার বিধান দেওয়া,
তোমার সহায় হতে।
হিসাব নিকাশ করেই দেখো,
চলছো কোন পথে?

সকল পাপের মুক্তি হবে,
কিন্তু দুইটি ছাড়া।
সাবধান হও এসব থেকে,
স্বর্গ চাইবে যারা।

অন্যের হক তৃপ্তি নিয়ে
আজ যদিও খাও।
মরণ পরেই বুঝতে পাবে
যাই করেছো ফাও।

একক খোদার ভজন ছেড়ে
মূর্তি-মাজার পুজো !
কর্মে তোমার স্বর্গ-নরক
কী পাবে? তাই বোঝো !

হালাল হারাম মেনেই তোমার,
সঞ্চিত সব হলে।
স্বর্গ-নরক ঠিক করিবে,
তোমার কর্মফলে।

স্বর্গ সুধা পান করিবার
ইচ্ছে তোমার হলে,
ভজন করো একক খোদার
ক্ষণিক ভূমন্ডলে।

১৯৪
মন্তব্য করতে ক্লিক করুন