রঙিন ফুলে!
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
যৌতুক প্রতা কঠিন কথা
চলছে দেশের মাঝে
গরিব মায়ের কান্না দেখে
মেয়ে মরছে লাজে।
বরের বেশে পাষন্ডরা
চাইছে টাকার গন্ধ ;
মোটা অংকের যৌতুক ছাড়া
কনের বিয়ে বন্ধ।
রূপ ও গুনে অতুলনীয়
তাই দিয়ে কি হয়?
ছেলে আমার হাজার বাছা
বরের স্বজন কয়।
কি বলিব দুঃখের কথা
ব্যথায় কাতর মনে
মুসলমানের মুসলমানি
বিলুপ্ত আজ বনে।
চাল-চলনেও নেই আমাদের
মুসলমানের সাজ,
ভিনদেশীদের অনুকরণে
হারিয়ে ফেলেছি লাজ।
স্নেহময়ী নারী যখন
বেহায়াপনার সাজে
যৌতুক নামে পাষান্ডতা
সুযোগ নিয়েছে কাজে।
মুছবে যদি সমাজ থেকে
বেহায়াপনার গন্ধ,
যৌতুকে নামে নোংরামিটাও
নিশ্চিত হবে বন্ধ।
হীরে যেমন মূল্য পাবে
নারী সমাজ কূলে,
যৌতুকে নয় বিয়ে হবে
বাহারি রঙিন ফুলে।
মহীয়সী সেই নারী যেন আর
যৌতুক নয় বলি,
আপন বিবেক জাগিয়ে সবাই
সাম্যের পথে চলি।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন