এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

কবিতা - জীবন বাস্তবতা!

লেখক: এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

জীবন বাস্তবতা!
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

কোন ভাষাতেই বলতে পারি,
জীবন বাস্তবতা!
নয়ন জলেই পূর্ণ আমার
অতীত দিনের কথা।

বলছি শোনো তবুও আমার
জীবন গল্প খানি,
অঝোর নয়নে, ব্যথার দহনে,
কষ্ট পাবেই জানি।

সুখের জীবন আমারও ছিল
সাজানো স্বপ্ন ঘরে,
স্বার্থের আগুনে সবকিছু শেষ
মরছি ব্যথার জ্বরে।

আমারও ছিল এক-ফালি চাঁদ
সেও হয়েছে পর,
এই জগতের মানুষগুলো
যেন-ই স্বার্থপর?

কিন্তু আমি চাইছি সদা
বাঁচবো স্বার্থ বিনে,
সবার দুঃখ, গুছিয়ে আমার
সুখটি নেব-ই কিনে।

যদিও আমি বড্ড একা
চাইছি স্বপ্নে প্রভুর দেখা,
লাগবেনা আর অন্য কিছু
তথা-ই যদি পাই।

দুখু মিয়ার জীবনী যেমন
আমার-ও জীবন তাই,
তাতেই আমার বিন্দুমাত্র
দুঃখের রেশটি নাই।

নজরুলের ঐ জীবন যখন
মিলল আমার সনে ,
মেনেই নিলাম বাস্তবতা
সন্দেহ নেই মনে।

হয়তো পাবো, শেষ বিকেলেই,
সাফল্যের ঐ চাবি,
নজরুল নাহি পারবো হতে,
সে পথে রাখার দাবি।

বুকটি যদিও যাচ্ছে ছিঁড়ে
দিয়েছি পাথর চাপা,
কেউ দেবে কী? এক কিলো প্রেম,
পাবে এ হৃদয় মাপা…

১৫৪
মন্তব্য করতে ক্লিক করুন