এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

কবিতা - নতুন কিছু…

লেখক: এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

নতুন কিছু…
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

দুঃখ মনে বলছে কবি,
কাব্য লেখাই বন্ধ!
বিস্মিত নই, খুঁজবে তিনি
নিত্য নতুন ছন্দ।

হয়তো কিছু বাসি-পঁচা,
ফুল ছড়ালো গন্ধ!
তাতেই কী আর কবি’র কলম
হতেই পারে বন্ধ?

কবি’র কলম থমকে গেলে,
বাড়বে দেশেই মন্দ।
তাই প্রয়োজন নিত্যনতুন,
মুক্ত কবির ছন্দ।

ভালো’র মাঝেই থাকতে পারে,
হয়তো কিছু কালো!
তাই বলে কী থমকে যাবে,
কাব্যে কবি’র আলো?

এমন হলে-ই কেমন হবে,
জাতির ভাগ্যরেখা?
ছন্দ বিহীন কাব্য-পাতায়,
কলম হবে-ই একা।

আঁধার তাড়িয়ে আনতে হবে
নতুন একটি দিন;
বিজয় গাঁথা কাব্যকথায়,
আসবে সেই সু-দিন!

যুদ্ধজয়ী কবি’র কথায়
পরাজিত সেই গ্লানি,
শুনতে নাহি চায় এ জাতি,
শুনবে অমিয় বাণী।

কবি’র প্রতি তাই মিনতি
লিখতে নতুন কিছু…
নষ্ট সময় করবে কেন?
মরীচিকার পিছু…!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন