এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

কবিতা - নাম দিয়ে কী হবে…?

লেখক: এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

নাম দিয়ে কী হবে…?
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

নাম যদিও প্রভাপূর্ণ,
উজ্জ্বলতায় ভরা!
আলোকিত হয় না তাতেই
নব্য বসুন্ধরা।

কর্ম যদি সঠিক হবে,
নামেই কী-বা আসে!
কে-ই ঠেকাবে? ধ্বংস পথে
গেলেই স্বপ্ন চাষে!

‘র’তে নামের লগ্ন শুরু
‘ন’তে নামের শেষ,
ক,স সাথে আ’কার, ও’কার
আছে কিন্তু বেশ।

তাই বলে কী অন্ধকারে
নাম দিবে তার আলো!
হতেই পারে “রোকসানা” নাম
শুনতে বেজায় ভালে।

কারোর এমন নাম যদি হয়
পাল্টিয়ে নাও আগে,
নয়তো তুমি কপাল-পোড়া
থাকবে সিংহভাগে।

ভুলের মাশুল দিতেই হবে,
সঠিক হিসাব কসে।
লাবণ্যময় নাম দিয়ে কেউ
পার পেতে নেই বসে।

কর্ম হলেই বিপথগামী,
নাম দিয়ে কী হবে…?
যত্তো সুখেই কাটুক জীবন
স্থায়ী নয় ভবে।

১৭৯
মন্তব্য করতে ক্লিক করুন