রাতের শরীর ভালো না
আঁধারের গাঁয় জ্বর
চাঁদের দেশে বন্যা বইছে
চোখের স্রোতে সিডর।
দিনের গাঁয় অংগ্নি দাহ
রোদের শরীর বিষাক্ত
বিকেলের আকাশ অশান্ত
সন্ধ্যাগুলো যন্ত্রণায় দগ্ধ।
মাটির শরীর ব্যাথাময়
বাতাসের গাঁয় হতাশা
কলমের ডগায় জীবনি
কবি’র জীবন অতৃপ্ত।
তারপর,
এভাবেই কবিতা পঁচে যায়
প্রেমিকার তীব্র অবহেলায়।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন