বাজার থেকে ফুলগাছের চারা কিনে আনি।
রোপনের সময় খুব উত্তেজনা হয়,
আদরে সোহাগে আঙুল মাটি আর ফুলচারা নাড়াচাড়া করে।
অল্প অল্প জলছড়া দিই আর অপেক্ষা করি।
প্রতিদিন ফিরে ফিরে আসি টবের কাছে,
দেখতে চাই ফুলচারা তার নরম শিকড়ে জড়িয়ে
ধরতে পারলো কিনা মাটি নাকি
এই নতুন পৃথিবী সে প্রত্যাখ্যান করল।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন