অরণি বসু

কবিতা - যেকোনো দিন

অরণি বসু

চাঁদিফাটা রোদ্দুরে ঝগড়ার তীব্র কোলাহল,
কটুকথার জোয়ার।
ধাক্কাধাক্কিতে বাসুদার বউয়ের হাত ভেঙে গেলে
থমকে যায় আবহ —
শান্ত দুপুর আবার ফিরে আসে একটু একটু করে,
আমরাও ফের যে যার কাজে জুতে যাই।

ফিকে হয়ে আসা বিকেলে উড়ন্ত পর্দার ফাঁক দিয়ে দেখি
বাসুদা বৌকে ডাক্তার দেখিয়ে ফিরছে।

আকাশে একটু একটু করে ফুটে উঠছে ভ্যালেন্টাইন চাঁদ।

৬৩
মন্তব্য করতে ক্লিক করুন