অরণি বসু

কবিতা - অন্ধ হয়ে যাও

অরণি বসু

মা চেয়ে আছে শূন্য পথের দিকে —

পথে পথে পাথর ছড়ানো
পথে পথে জ্বলছে টায়ার
ভারী বুটের শব্দ, টিয়ার গ্যাস, জল কামান
ধোঁয়া-ধুলো-অন্ধকার
মা চেয়ে আছে শূন্য পথের দিকে —

নখ আর দাঁত
হিংসা ছড়িয়ে পড়ছে রোজ আরো আরো
আমাজন অরণ্যের আগুনের মতো।
ভালোবাসা উবে যাচ্ছে হু হু ক’রে
উবে যাচ্ছে মাটির নীচের জল।
মা চেয়ে আছে শূন্য পথের দিকে

কেন চেয়ে আছো গো মা,
অন্ধ হয়ে যাও।

পরে পড়বো
৬১
মন্তব্য করতে ক্লিক করুন