পাহাড় থেকে নেমে এসে সেই সবুজ পরী
আমাদের উপহার দিয়ে গিয়েছিল
সুদৃশ্য কাঁচের পাত্রে সুগন্ধী চা —
তারপর আবার উড়তে উড়তে
কোথায় যে চলে গেল!
আমাদের সম্পর্কের ভিতর অনেক চোরাবালি,
অনেক কানাগলি—
কে যে কবে কোথায় হারিয়ে যায়!
জীবনভর নাড়াচাড়া করার জন্যে পড়ে থাকে
পরীর টুকরো হাসি আর সুদৃশ্য কাঁচের পাত্র।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন