তুমি মোদের ভালোবাসা
তুমি মোদের আলো আশা,
মোদের বাঁচাও তুমি
সকল বিপদ থেকে হে পাবনি।।
তুমি মোদের করো কৃপা
যাতে ভালো থাকি মোরা,
তুমি যেও না কোথাও মোদের ছেড়ে
থাকো মোদের মনের গহীনে।।
জয় জয় আঞ্জনেয়
জয় জয় মহাকায়,
জয় জয় জয় রামদূত
জয় জয় হনুমত।।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৮/১১/২০২৪
মন্তব্য করতে এখানে ক্লিক করুন