অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - আমার বুকে আছ তুমি শ্যামা মা

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী

আমার বুকে আছ তুমি শ্যামা মা ||
তবু খুঁজে বেড়াই তোমায় আমি চারিভিতে পাগল হয়ে ||

তোমার জন্য আছি মা
আমায় ছেড়ে যেয়ো না ||
ছেড়ে চলে গেলেও আমায় নিয়ো
একা ফেলে যেয়ো না ||

অর্ঘ্যর আর কী আছে বলো
তুমি ছাড়া শূন্য জীবন ||
তুমি তার পিতা মাতা সবকিছু
তুমিই তো তার প্রাণ ||

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৪৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন