অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - ভগবান সত্য

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী

ভগবান সত্য।
এই বিশ্ব যেমন সত্য
ভগবান তেমন সত্য।
সূর্য, চন্দ্র, বুধ, মঙ্গল যেমন সত্য
ভগবান তেমন সত্য।
যূথিকা, জবা, নিশিগন্ধা, হাসনাহেনা যেমন সত্য
ভগবান তেমন সত্য।
মানুষ যেমন সত্য,
পশুপাখি যেমন সত্য,
পাহাড়-পর্বত যেমন সত্য,
নির্ঝর-নির্ঝরিণী যেমন সত্য
ভগবান তেমন সত্য।
মিথ্যা যেমন কখনোই সত্য হয় না
ভগবান তেমন কখনোই মিথ্যা হয় না।
তাই ভগবান সত্য
হ্যাঁ ভগবান সত্য।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩০/৭/২০২৪

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন