(একবার) দু’হাত তুলে বলো
শ্যামা শ্যামা শ্যামা ||
দেখবে কত শান্তি পাবে মনে
শ্যামা মা’র নামে মেতে |
তাঁর নামে-গানে পাগল হলে
ক্ষতি কিছু নেই জানবে ||
ঐ পাগলী মায়ের সন্তান তো
পাগল ছাড়া আর কী হবে |
মা আমার রাগী
তবু মাকে ভালোবাসি ||
মাকে রেখেছি আমি বুকের ভিতর
সেথায় সে ভালো আছে |
শ্রীঅর্ঘ্য বলে তাই জপ জপ
শ্যামা নাম ||
এমন মিষ্টি মধুর নামটি তো
জগৎ ছাড়া নেই কোথাও |
মন্তব্য করতে এখানে ক্লিক করুন