অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - মা কালীর কবিতা

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী

মা আমার হীরে মা আমার সোনা
মা আমার মণিমুক্তা।
মা আমার দেহের রক্ত
মা দামী আমার জীবনের থেকেও।

মা আমার বুকের ধন আমার প্রাণবায়ু
মা আমার সাথে কী খেলা করে বোঝে না তো কেউ।

মা আমার আদরের পুতুল
আমার ঘরের ছোট্ট মেয়ে।
চাঁদ সূর্য জ্বলে কীভাবে
মা আমার আলো দেয় বলে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৬/১২/২০২৩

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন