অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - শিবকে নিয়ে লেখা গান

অর্ঘ্যদীপ চক্রবর্তী

শিব মোদের পিতা।
শিব মোদের মাতা
শিব মোদের ত্রাতা।
শিব মোদের সখা
শিব মোদের বিধাতা।

শিব পরমেশ্বর বিশ্বেশ্বর
রামেশ্বর নাগেশ্বর।
শিব নিজেই ব্রহ্মা নিজেই বিষ্ণু
জগতের প্রভু।

শিব অম্বরনাথ অমরনাথ
কেদারনাথ সতীনাথ।
সবাই মিলে বলো শিবের জয়
শিবের জয়।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৪/১২/২০২৪

১৭১
মন্তব্য করতে ক্লিক করুন