অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - তারা তারা বলো

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী

তারা তারা বলো
তারা তারা বলো ||
(শুধু) তারা নাম জপ ক’রে যাও
সারা দিনে-রাতে মিলে ||

দেখবে এ নাম জপ ক’রলে
মনে আসবে পরম শান্তি ||
(তুমি) সে শান্তিতে ডুবে থাকো
তারা মা’র আশীর্বাদে ||

এত বড় বিশাল আকাশে
তারা মা লুকিয়ে আছেন ||
(আমরা) দেখতে তাঁকে পাই না তবু
তিনি আমাদের দেখেন ||

তারা মায়ের দেশে যাবার
অর্ঘ্যদীপের সাধ হয়েছে ||
(মা) কোরো পূরণ পূরণ কোরো
সময় এলে ভুলে না গিয়ে ||

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন