অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - তুমি আমায় ভালোবাসো

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী

এই যে আমার এত দুঃখ এত কষ্ট
তার কারণ হলো তোমার ভালোবাসা না পাওয়ার ফল।
তুমি যদি আমায় ভালোবাসো গো
আমি তাহলে সকল দুঃখ কষ্ট থেকে রেহাই পাব।
তোমার ভালোবাসা পাইনি বলেই তো
ব্যথা বেদনার সাগরে ডুবে আছি।
তুমি আমায় ভালোবাসো গো
তুমি আমায় ভালোবাসো।
আর যদি না ভালোবাসো
আমার অকাল মৃত্যু হবে মনে রেখো।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২/৭/২০২৪

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন