আসহাবে কাহাফ

কবিতা - গণেশ উল্টে যাবে!

আসহাবে কাহাফ
মঙ্গলবার, ১১ জুন ২০২৪ রম্য কবিতা

হঠাৎ গণেশ উল্টে যাবে— ভুলে
মাঝ নদীতে টেউয়ের তালে, নৌকা যদি দোলে!
হিন্দু মুসলিম এক কাতারে, করে রবের স্মরণ
নৌকা উল্টে, আজকে যাতে হয় না কারও মরণ

হঠাৎ গণেশ উলটে যাবে— ভুলে
অনিয়মের বিরুদ্ধে আওয়াজ যদি তোলে
দিন রাত সব এক করিবে পরের সেবার তরে
অফিস শেষে বউয়ের সাথে হজ্ব করিবেন ঘরে।

হঠাৎ গণেশ উল্টে যাবে— ভুলে
করতে পারলে সঠিক আঘাত দুর্নীতিরই মূলে
শিকড-বাকড ডাল-পালা সব গুটিয়ে যাবে ধীরে
যেমন হাজী মক্কা থেকে দেশে আসেন ফিরে!

পরে পড়বো
২৪২
মন্তব্য করতে ক্লিক করুন