দুটি ঘোড়া একটাই ঘাসের ডগার দিকে করে না গমন। ক্যাফের মুখে পরিচয় কয়েকটি ছায়ার সাথে, তারা আস্তাবল আর বিচুলির চিন্তায় মগ্ন ছিলো !
আমরা রাতের নিগূঢ় উদ্বেগ খুলে পাঠ করি আসন্ন সকাল, শুয়ে আস্তাবলে জন্মাবধি ঘুমে..

তিনপায়ে ভর করে ঘুমানো ঘোড়ার একটি পা পায় অখন্ড অবসর; ঘোড়াই দ্রুতগামী পৃথিবীতে !

বিস্তীর্ণ নেপিয়ার বনে ছড়িয়ে সময়- যৌবন; একটাই ঘাসের ডগার দিকে তাকিয়ে থেকে এই ঘোড়াঘুম !

পরে পড়বো
১৬
মন্তব্য করতে ক্লিক করুন