রক্তে রাঙা গাজা আজ, শিশুর কান্না ভার,
মা হারানো বুকের ভেতর, পাথরও কাঁদে আর।
স্কুলবাড়ি নয় আজ আর, আশ্রয়ের সে ঠাঁই,
বোমায় ছিন্ন বই-খাতা, স্বপ্নগুলো নাই।

চোখের জলে লিখছে ইতিহাস, একেকটা ছোট মুখ,
পিতা হারায়, ভাই হারায়, কাঁদে অলিখিত দুঃখ।
নারীর চিৎকার আকাশ ছোঁয়, জ্বলছে ঘরবাড়ি,
শান্তির নামে মৃত্যু বয়ে, যুদ্ধ যত দাড়ি।

পৃথিবী চুপ, মানবতা আজ ঘুমিয়ে যেন পড়ে,
কে দেবে জবাব শিশুদের, কার চোখে তারা জ্বরে?
আল্লাহর নাম নিয়ে যারা বাঁচে, সেই তারাই আজ খণ্ড,
তবুও উঠে দাঁড়ায় গাজা, রক্তে তারা ঠাণ্ড।

ফিলিস্তিনের মাটি কাঁদে, কোরআনের সে পৃষ্ঠা,
যেখানে লেখা আছে বাঁচবে, সব জালিমের বিচার।
এই আকাশ একদিন হাসবে, ফিরবে শান্তির গান,
গাজার গলিতে ফুটবে তখন, রক্তমাখা তামান।

৩৫
মন্তব্য করতে ক্লিক করুন