মা, তুমি হলেন অজস্র রাত্রির আলো,
যতবার অন্ধকারে হারিয়ে যাই, তুমি আসো।
তোমার মিষ্টি হাসি, শান্তির মন্ত্র,
হৃদয়ের গভীরে বাজে তোমার একান্ত সঙ্গীত।
বাবা, তুমি সে শক্তি, যে ভাঙে না কখনো,
তোমার পাশে পৃথিবীও যেন থেমে দাঁড়ায়।
তোমার একটিই দৃষ্টি, পৃথিবী উজ্জ্বল,
যতই দূরে যাই, তোমার আশ্বাসই বড়।
মা, তোমার হাতের ছোঁয়া, পৃথিবী সমান,
বাবা, তোমার কণ্ঠে সাহসের অমল স্বর।
দ্বিতীয় জন্মের স্বাদে, তুমি অবিনশ্বর,
মা-বাবার ভালোবাসা, জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।
তোমাদের প্রতিটি কথা, প্রতিটি ছায়া,
আমার হৃদয়ের রগ-রগে বাজে সুরে।
মা-বাবা, তোমরা অনন্ত চিরন্তন,
তোমাদের জন্য জীবনের প্রতিটি দিন, আমি চিরকাল ঋণী।
মন্তব্য করতে ক্লিক করুন