ভর্তি হলাম দুই হাজার তেইশে, 🎓
স্বপ্ন নিয়ে চলেছি বিশে। 🌟
সাখাওয়াত নামের কলেজখানা, 🏫
ভালোবাসায় গড়া এক আপন ঠিকানা। 💖
সিরাজগঞ্জ শহরের শান্ত কোণে, 🌳
জ্ঞান আর প্রেম বাজে এক সুরে। 🎶
ক্লাসে বসি, খাতা খুলি, 📚
নোটের পাশে স্বপ্নগুলি। ✨
শিক্ষকগণ আলোর দীপ, 🕯️
ভুলের মাঝে দেন সত্য শিপ। ⛵
লাইব্রেরির বইয়ে মেশে ঘ্রাণ, 📖
জীবন গড়ার অমল প্রাণ। 🌱
বন্ধুরা নয়, তারা ভাই, 🤝
হাসি-কান্নায় সাথেই পাই। 😂😭
একসাথে গড়ি ভবিষ্যতের ঢেউ, 🌊
চেনা-অচেনা বুনে নতুন খেউ। 🧩
ক্লিনিক্যাল প্র্যাকটিসে কাঁপে হাত, ✋
তবুও হৃদয়ে সেবার ঘাট। ❤️
রোগীর চোখে খুঁজি আশা, 👀
মানবতা যে শ্রেষ্ঠ ভাষা। 💬
প্র্যাকটিক্যালে ঘামে ভেজা মুখ, 😓
তবুও তাতে পরম সুখ। 😊
স্মৃতির পাতায় লেখা থাক, 📜
এই কলেজেই জীবন ফাঁক। 🕰️
এই কলেজ আমার চেতনা গান, 🎵
সাখাওয়াতই আমার গর্বের নাম। 🏆
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন