আসিব ইসলাম

কবিতা - ফিলিস্তিনি শিশুদের “শান্তির অপেক্ষায়”

লেখক: আসিব ইসলাম

ফিলিস্তিনি শিশুরা, বেদনায় ভরা মুখ,
আকাশে হারানো, মাটি পা ফেলছে শুক।
স্বপ্ন ছিল যাদের হাসি-খুশিতে ভরা,
আজ তারা বাঁচে বোমা আর গুলির ভেতর।

তাদের চোখে এক পৃথিবী, ক্ষুধা, কষ্ট, ভয়,
যেন শুধুই সন্ত্রাস, যুদ্ধের চিৎকার হয়।
হাতে খেলনা নয়, হাতে ধ্বংসের ছায়া,
মুখে হাসি নেই, শুধু তীক্ষ্ণ হাহাকার পায়।

শিশুদের জীবনে সুখের দিন একটিও নেই,
তাদের কাছে শান্তির আশা সোনালী কোনো সেই।
স্বপ্নের আকাশে রক্ত-লাল সূর্য উঠবে কি?
নির্দোষ শিশুরা কখনো শান্তি পাবে কি?

বিস্ফোরণের শব্দ, বাঁচার আশাই নেই,
ফিলিস্তিনি শিশুরা আজও শিহরিত, অসহায়, ক্রন্দন হীন।
তাদের পৃথিবী, কেবল অশান্তির মাঝে হারায়,
অসহায় সেগুলি, যেন ঘুমাতে চায়।

ইনশাআল্লাহ একদিন, সারা দুনিয়া শুনবে,
ফিলিস্তিনি শিশুর হাসি, শান্তি পূর্ণ হবে।

৫৯
মন্তব্য করতে ক্লিক করুন